“তুমি এসো”
লেখক,মোঃমোশাহিদ আলী
তুমি এসো গোধূলি লগ্নে
কপালে নীল টিপ দিয়ে
চোখে কালো কাজল দিয়ে
নীলাক্ষী হেমন্তের হিমপাতে
সবুজ ঘাসে পাশাপাশি বসে
আমার সাথে সন্ধে নামা দেখিতে।
তুমি এসো ক্লান্ত দুপুরে
হাতে লাল চুড়ি পরে
দাড়িয়ে থাকবো লাল গোলাপ নিয়ে
শরতের মেঘপুঞ্জ আকাশের নীচে
নদীর পাড়ের কাশফুলের কাছে বসে
শরতের ভাসমান সাদা মেঘ দেখিতে।
তুমি এসো স্নিগ্ধ ভোরে
বহু সাজ খচিত শাল জড়িয়ে
অপেক্ষায় থাকবো একটু উষ্ণতার খুঁজে
প্রকৃতিকে জড়ানো শীতের কুয়াশার চাদরে
সুখী জীবনের প্রতিক চন্দ্রমল্লিকা হাতে নিয়ে
ঘাসের মাথায় জমে উঠা শিশির কণা দেখিতে।
তুমি এসো নিঝুম রাত্রিতে
গায়ে বাসন্তি রঙের শাড়ি জড়িয়ে
চুলের খোঁপায় বেলীফুলের মালা পরে
নবযৌবনা ঋতুরাজ বসন্তের নান্দনিক রুপে
কোকিলের ডাক শুনে শুনে
বৃষ্টিতে ভিজে রাতের যন্ত্র বিহীন শহর দেখিতে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।