স্টাফ রিপোর্টার
গতকাল ১১ মার্চ, ২০২১ ইং বৃহস্পতিবার শারদাঞ্জলি ফোরাম নরসিংদী জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে নরসিংদী জেলার সদরপুরে অবস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৩য় শারদাঞ্জলি গীতা নিকেতনটি শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী দীপক কুমার সাহা। অনুষ্ঠানের উদ্বোধন করেন শারদাঞ্জলি ফোরাম নরসিংদী জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক শ্রী ভোলানাথ সাহা, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক শ্রী সুমন বর্মন। এছাড়াও অত্র এলাকায় সম্মানিত ব্যক্তিবর্গ সহ গীতা নিকেতনের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত গীতা শিক্ষার্থীর মাঝে শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির ছাপাইকৃত গীতা বিনামূল্যে বিতরণ করা হয়।
এভবে সারা বাংলাদেশে শারদাঞ্জলি ফোরামের ছায়াতলে সনাতনী নতুন প্রজন্ম গীতার আলোয় আলোকিত হচ্ছে। জয় গীতা, জয় শারদাঞ্জলি ফোরামের জয়, জয় হোক মানবতার।