স্টাফ রিপোর্টার
১৯ মার্চ ২০২১ পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় শ্রীগুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য্যবর শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরনে ৫৯ তম বার্ষিক উৎসব উপলক্ষ্যে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সকাল ৯.৩০ মি, শ্রী শ্রী গুরুদেবের বিগ্রহ সহকারে মঙ্গল শোভাযাত্রা ভান্ডারিয়ার বন্দর প্ররিক্রমার মাধ্যমে শুরু হয়। শোভাযাত্রায় শতশত ভক্তবৃন্দ অংশ গ্রহন করে শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গনে সকল ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরন করাহয়। অনুষ্ঠান মালা সম্পর্কে শ্রী শিশুতোষ কর্মাকার (সাধারন সম্পাদক) বলেন আজ বর্নিল শোভাযাত্রার মাধ্যমে আমাদের বার্ষিক অনুষ্ঠানের শুরু হল আগামীকাল ২০ মার্চ ২০২১ সকাল ৭.০১ মি, শ্রীশ্রী গীতাপাঠ শ্রী শ্রী গুরুগীতা পাঠ এবং শ্রী শ্রীগুরুদেবের অষ্টোত্তর শতনাম পাঠ এবং রাত ১২.০১ মি,শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ অধিবাস শুরু হবে। ২১ মার্চ ২০২১ রবিবার অরুনোদয় হইতে ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার পর্যন্ত ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অষ্টকালীন ভোগরাগ ও ২৪ মা্র্চ ২০২১ বুধবার দুপুর ১.৩০ মিনিটে মহাপ্রসাদ বিতরনান্তে ৬ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে।